দৌলতপুর সদর ইউনিয়ন বাসির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহ্ফিলের আয়োজন।

 প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন   |   সারাদেশ


রবিউল আলম, দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি।

আজ ২৭/১২/২০২৫ ইং রোজ শনিবার, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদর ইউনিয়ন গ্রাম বাসির উদ্যোগে তিন তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী গনতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়ার মাহ্ফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব সায়লা কবির (মানিকগঞ্জের -১ আসনের মনোনীত প্রার্থী এসএ জিন্নাহ কবিরের সহধর্মিণী)।

সভায় সভাপতিত্ব করেন,,মানিকগঞ্জ জেলা কৃষক দলের সহ:সভাপতি,এটিএম জাহাঙ্গীর আলম।
সভায় আরোও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, সাবেক সেনা সদস্য ও বিএনপির নেতা মোঃ মিলন হোসেন সহ দৌলতপুর উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের মধ্যে, যুবদল, কৃষক দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, মহিলা দল ও শ্রমিক দলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল শেষে এক নির্বাচনী প্রচারণার একটি মিছিল বের হয় ।মিছিলে শতশত সাধারণ মা ও বোনেরা সহ অসংখ্য সাধারন মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি দৌলতপুর বিভিন্ন মহল্লায় প্রদক্ষিণ করে ধানের শীষের ভোট প্রার্থনা ও ভোটাদের সাথে কুশুলাদি বিনিময় করেন - জানাবা সায়লা কবির।

সারাদেশ এর আরও খবর: