জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ০২ টি সফল অভিযানে ৬২ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ গ্রেফতার-২

 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন   |   সারাদেশ



মনা,নিজস্ব প্রতিনিধিঃ

অভিযান-০১

 (২৯ অক্টোবর ২০২৪খ্রিঃ) পুলিশ পরিঃ(নিঃ)/ মোঃ শহিদুল ইসলাম হাওলাদার এর দিক নির্দেশনায় ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ আরিফুল ইসলাম, এসআই(নিঃ)/ রাজেশ কুমার দাশ, এএসআই(নিঃ)/ সৈয়দ শাহিন ফরহাদ, এএসআই(নিঃ)/ মোঃ মোজাম্মেল হোসেন ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৭.১৫ ঘটিকার সময় যশোর ঝিকরগাছা থানাধীন ঝিকরগাছা ইউনিয়নের লাউজানি রেলক্রসিং গেইট এর উত্তর পার্শ্বে আইচার গাড়ির গোডাউন এর সামনে কাঁচা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ জামশের আলী(৩২), পিতা-মোঃ নুর হোসেন,সাং-শিকড়ী মাদ্রাসাপাড়া, থানা-বেনাপোলপোর্ট, জেলা-যশোরকে ২৫ (পচিশ) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। জব্দকৃত ফেন্সিডিল এর মূল্য অনুমান ৭৫,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে যশোর ঝিকরগাছা থানায় এজাহার দায়ের করেন।   


অভিযান-০২

(২৯ অক্টোবর ২০২৪খ্রিঃ) পুলিশ পরিঃ(নিঃ)/ মোঃ শহিদুল ইসলাম হাওলাদার এর দিক নির্দেশনায় ডিবি যশোরের এসআই(নিঃ)/ শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/ মোঃ নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৪.৩০ ঘটিকার সময় যশোর শার্শা থানাধীন আমলাই সাকিনস্থ আমলাই বাজারে ঝর্না মার্কেটের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। রুহুল কুদ্দুস(৩৫), পিতা-মৃত মোসলেম আলী, মাতা-মৃত নবিছন বিবি, সাং-অগ্রভুলট, থানা-শার্শা, জেলা-যশোর কে ৩৭ (সাইত্রিশ) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। জব্দকৃত ফেন্সিডিল এর মূল্য অনুমান ১,১১,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) শেখ আবু হাসান বাদী হয়ে যশোর শার্শা থানায় এজাহার দায়ের করেন।

সারাদেশ এর আরও খবর: