গণিত প্রতিযোগীতায় উপজেলা সেরা ইমন।

 প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন   |   সারাদেশ





সিরাজগঞ্জ প্রতিনিধি  : সিরাজগঞ্জের ঘুড়কায় (ম্যাথ মেস্ট্রো কম্পিটিশন) গণিত প্রতিযোগীতা-২০২৫ এ উপজেলা সেরা পুরস্কার পেল শিক্ষার্থী ইমন। ইমন রায়গঞ্জ উপজেলার নলকা ক্লাস্টারের এরান্দহ মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শেণির ছাত্র। বেসরকারি এনজিও সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ,সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে  মঙ্গলবার (২৯ জুলাই)  সকাল ১০ টায় সিডিপি কার্যালয় ঘুড়কায় এ প্রতিযোগীতা শুরু হয়। ৩ টি ইউনিয়নের ২২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শুধু ৪র্থ শ্রেণির মোট ৬৬ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। মুল্যায়ন শেষে উপজেলার সেরা পুরস্কার প্রাপ্ত হয়  ইমন।এরান্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 


পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: বেলাল হোসেন, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ,সিরাজগঞ্জ সিডিপির ম্যানেজার (প্রোগ্রাম) মৌসুমী চাকমা,প্রোগ্রাম অফিসার সনিয়া আফরিন,সিনিয়র অফিসার (এডমিন) জয়চন্দ্র দাস প্রমুখ।

সারাদেশ এর আরও খবর: