গোমস্তাপুরে একই দিনে দুটি মোটরসাইকেল চুরি ।

আবু নাইম ,স্টাফ রিপোর্টারঃ গোমাস্তাপুর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর একই দিনে দুইটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
শনিবার(১২ এপ্রিল) সন্ধ্যায় রহনপুর বড়বাজারের পুরাতন পৌরসভার সামন থেকে একটি হিরো ডিলাক্স মোটরসাইকেল ও গোমস্তাপুর আস্তার রহমান সেতুর টোল ঘরের সামন থেকে টিভিএস মেট্রো প্লাস মোটরসাইকেল দুইটি চুরি হয়।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ রইস উদ্দিন বলেন শুনলাম চুরি হয়েছে এখন পর্যন্ত কোন অভিযোগের আসেনি আসলে ব্যবস্থা নেব।