যশোর ডিবি পুলিশ অভিযানে ৫ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক।

মোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই(নিঃ)/অলক কুমার পিপিএম, এএসআই(নিঃ) মোঃ শামসুজ্জামান সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম ইং ২৭/০৭/২০২৫ খ্রিঃ তারিখে ০০:৪৫ ঘটিকায় চৌগাছা থানাধীন দেবীপুর বাজার সংলগ্ন উই কেয়ার প্রোজেক্টের আবাসন থেকে ৫ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন@ জাদুকর কে গ্রেফতার করে।
তিনি দীর্ঘদিন ধরে নানা ধরনের প্রতারণা করে মানুষদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছিলেন। তার বিরুদ্ধে পাঁচটি মামলায় ওয়ারেন্ট হওয়ার পরেও নানা কৌশলে শ্রমিকের ছদ্মবেশে উই কেয়ার প্রোজেক্টে ছদ্মবেশে কাজ করে দীর্ঘদিন সে ছিল ধরাছোঁয়ার বাইরে। অবশেষে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগ ও সোর্সের দেওয়া তথ্য মতে প্রথমবারের মত গ্রেপ্তারের সম্মুখীন হন প্রতারণার এই জাদুকর।
তার বিরুদ্ধে নিম্নোক্ত সি আর ৫ গ্রেফতারী পরোয়ানা মুলতবী ছিল-
সি আর ৪১৫১/২৪
সি আর ৪০৭৬/২৪
সিআর ১৯৬৩/২৪
সি আর ১৫৩৪/২৪
সি আর ৩৬৮৬/২৪
গ্রেফতার কৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃত আসামির নাম ঠিকানা:
নামঃ-শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন@জাদুকর (৫০)
পিতাঃ-মৃত গোলাম কাউছার
মাতাঃ-মৃত আনোয়ারা বেগম
সাংঃ-খোলাডাঙ্গা, ধর্মতলা থানাঃ-কোতোয়ালী
জেলাঃ-যশোর।