কালকিনিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
সাহাদাত ওয়াশিম, কালকিনি প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার পুরান বাজারের পালবাড়ি খালের উপর অবস্থিত ব্রীজের উপরে থাকা অবৈধ প্রায় আটটি দোকানঘর উচ্ছেদ করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক উত্তম কুমার দাশ।
উল্লেখ্য ব্রীজের উপরে থাকা অবৈধ স্থাপনার কারণে কালকিনি পুরান বাজারে সব সময় যানজট লেগে থাকে এতে করে মানুষের চলাফেরা করতে অসুবিধা হয়। তাই জনগণের সুবিধার্থে উপজেলা নির্বাহী অফিসার এ অভিযান পরিচালনা করেন।
এ সময় তিনি বলেন, যারা সরকারি জায়গা দখল করে জনগণের সমস্যা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এই অভিযান অব্যাহত থাকবে।