কালকিনিতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন।। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
সাহাদাত ওয়াশিম, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
নানান আয়োজনের মধ্যদিয়ে মাদারীপুরের কালকিনিতে মহান বিজয় দিবস উদযাপন ও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
বিজয় দিবস উপলক্ষে সকালে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা। পরে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ৩০ লক্ষ শহীদের স্মরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ। পরে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহবুবা ইসলাম, কালকিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধ ফজলুল হক বেপারী,কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ও বীর মুক্তিযোদ্ধা শাহদাৎ হোসেনসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্য বৃন্দ।