কালকিনিতে প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শেখ লিয়াকত আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার এনায়েত নগর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডে চর আলীপুরে রাস্তার উপরে অবৈধভাবে রাস্তার উপরে নির্মিত ছাউনি উচ্ছেদ করা হয়েছে। এই ছাউনির কারণে যানবাহনে মালামাল পরিবহণে বিঘ্ন ঘটায় তা অপসারণ করা হয়।
এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম।
এসময় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।