কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত

 প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০২:০৫ অপরাহ্ন   |   প্রশাসন


  সাহাদাত ওয়াশিম, কালকিনি প্রতিনিধি 

মাদারীপুরের কালকিনিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা    অফিস ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আয়োজনে ২০২২ -২৩ সালের এস এস সি ও এইচ এস সি  ৩৯ জন কৃতি শিক্ষার্থীরদের মাঝে পুরস্কার (ক্রেস্ট ) বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২১ জুলাই) সকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির হল রুমে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

মাদারীপুরের জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আশরাফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ - উল আরেফীন। 

এছারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, মাদারীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদ হোসেন, ডাসার সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকিয়া সুলতানা, কালকিনি সিনিয়র ফাফিজ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামা প্রসাদ পাল সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

এসময়ে এস এস সি  শিক্ষার্থীদের মাঝে ব্যাংক হিসাবে ১০ হাজার টাকা এবং এইচ এস সি শিক্ষার্থীদের মাঝে ২৫ হাজার টাকা প্রদান করা হয়।

প্রশাসন এর আরও খবর: