কালকিনিতে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলো উপজেলা প্রশাসন

মোঃ জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের কালকিনিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ রবিবার ১০ আগষ্ট সকালে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্য্যমনি বাজারে চান্দিনা ভিটির ১.১৮ শতক জমির উপর অবৈধ ভাবে নির্মিত পাকা স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিন বলেন, লক্ষ্মীপুর বাজারে একটি অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে, আগামীতেও এ ধরনের অবৈধ স্থাপনা বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।