কালকিনিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন   |   প্রশাসন


মো. জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক 

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহীর কর্মকর্তা সাইফ-উল আরেফিন সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সী, সাবেক আহবায়ক মিজানুর রহমান বেপারী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোশারফ হোসেন, কালকিনি পৌরসভার জামায়াতে সাবেক আমির ও জেলা সূরা কমিটির সদস্য মাওলানা ইউনুস সরদার, কালকিনি থানা প্রতিনিধি উপ-পরিদর্শক পল্লব কুমার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকগণ ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসের চেতনা ধারণ করে আগামী প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের আদর্শ ছড়িয়ে দেওয়া এবং সব ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানা বক্তারা।


প্রশাসন এর আরও খবর: