কালকিনিতে ভ্রাম্যমাণ 'ভোটের গাড়ি'র প্রচারণা: দেশের চাবি আপনার হাতে

 প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন   |   প্রশাসন


মো. জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের মধ্যে জনসচেতনতা সৃষ্টিতে মাদারীপুরের কালকিনিতে ‘ভোটের গাড়ি’ প্রচার কার্যক্রম প্রদর্শন করা হয়েছে। মঙ্গলবার সন্ধায় কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্য সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমাণ এই ভোটের গাড়ি দেশব্যাপী প্রচারণার অংশ হিসাবে কালকিনিতে এ প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। 

প্রধান উপদেষ্টার বক্তব্য ছাড়াও চলচ্চিত্র প্রদর্শনীতে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা, প্রবাসীদের ভোট ও গণভোটের মাধ্যমে সংস্কার এবং আঞ্চলিক ভাষায় নির্মিত গান পরিবেশনা। পাশাপাশি সাধারণ জনগণের মতামত সংগ্রহ ও মতামত প্রকাশের জন্য স্বাক্ষর বোর্ড উন্মুক্ত করা হয়। 

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিপুলসংখ্যক জনসাধারণ অনুষ্ঠানটি উপভোগ করেন।


প্রশাসন এর আরও খবর: