কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে।
নিজস্ব প্রতিবেদক।
মাদারীপুরের কালকিনি উপজেলায় আড়িয়ালখা নদের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে।
গতকাল সরোজমিনে গিয় দেখা যায়, উপজেলার পূর্ব এনায়েতনগর কালাইসরদারের চর (বেপারী কান্দি) এবং ও বাঁশগাড়ী ইউনিয়নের শেখ লুৎফর রহমান সেতুর দক্ষিন পাশে রামচন্দ্রপুরে (হেমায়েতের ইটের ভাটা সংলগ্ন) আড়িয়াল খা নদে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তলন করে আসছে অসাধু বালু ব্যবসায়ী কাশেম শিকদার এবং শামীম মোল্লা ।
স্থানীয়রা অভিযোগ করে জানান, আড়িয়াল খা নদে ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে নির্বিকারে বালু উত্তোলন করে চলেছে। এতে বিভিন্ন স্থানে ভাঙন সৃষ্টি হতে পারে। একই সঙ্গে কৃষি জমি ও বসতভিটাও পড়েছে হুমকির মুখে পরতে পারে। পাশপাশি মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছে আশপাশের মানুষেরা। অসাধু বালু ব্যবসায়ীরা ক্ষমতাসীন ব্যক্তি ও প্রশাসনকে ম্যানেজ করে উপজেলার বেশ কিছু স্থানে বালু উত্তোলনের মহোৎসব চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি।
বালু উত্তলন ফলে নদের দুইপাড়ের ফসলী জামি ভেঙে নদের গর্ভে বিলিনের আশংকা রয়েছে। বালু উত্তোলন বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন এলাকরা কৃষকেরা।