শার্শায় সাড়ে ৬ হাজার চাষির মাঝে বিনামূল্যে সার বিতরণ।
মনা,বেনাপোল (যশোর)প্রতিনিধিঃ যশোরের শার্শায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২০২২ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধান (হাইব্রিড ও উফশী) প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে যশোরের শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ শেখ আফিল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল ও শার্শা সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান কবির উদ্দিন তোতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
মোট ছয় হাজার ৫০০ জন চাষির মাঝে বিনামূল্যে এসব সার ও বীজ বিতরণ করা হয়। প্রত্যেকে চাষিকে ২০ কেজি করে সার ও পাঁচ কেজি করে বীজ বিতরণ করা হয়।