কালকিনিতে মাঘের হঠাৎ বৃষ্টিতে বিপাকে আলুচাষীরা
স্টাফ রিপোর্টারঃ শেখ লিয়াকত আহম্মেদ
আর এক মাস পরই আলু উত্তোলন করার প্রস্তুতি নিচ্ছিল কৃষকরা। গতকাল শুক্রবার অসময়ের মাঘের হঠাৎ বৃষ্টিতে মাদারীপুরের কালকিনিতে আলুর ক্ষেতে ব্যাপক ক্ষতির আশংকা করছে কৃষকরা। একদিনের টানা বৃষ্টিতে আলুক্ষেতে জমে থাকা পানির কারণে আলুর ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে।
বালিগ্রাম ইউনিয়নের আলুচাষি শরীফুল আলম জানান, বৃষ্টির কারণে এ বছর আলু চাষে এক মাস দেরী হয়েছে, তারপরে মাঘে আষাঢ়ের মতো টানা একদিনের বৃষ্টিতে আলুক্ষেতে পানি জমে যাওয়ার আমরা বিপাকে পড়েছি। আলু ক্ষেত থেকে পানি বের করার চেষ্টা করছি। এই পানি ৩/৪ দিন থাকলে আলু পচে নষ্ট হতে পারে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিল্টন বিশ্বাস জানান, এ বছর উপজেলায় প্রায় ২শত ২০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। মাঘের এই হঠাৎ বৃষ্টিতে আলু ক্ষেতে জমে যাওয়া পানি দ্রুত অপসারণ করা হলে ক্ষতি পরিমান কমে আসবে এছাড়াও উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।