চৌহালীতে বঙ্গবন্ধু- ১০০ ধান কর্তনের উদ্বোধন

 প্রকাশ: ১৯ মে ২০২২, ০২:০৩ পূর্বাহ্ন   |   কৃষি ও প্রকৃতি



সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে  

আজ বুধবার (১৮ মে) সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে খাষকাউলিয়া ইউনিয়নে বঙ্গবন্ধু ১০০ জাতের ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মোবারক আলী, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, চৌহালী; মোহাম্মদ আলী, লিয়াকত আলী, মোঃ শরীফুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা/কর্মচারীগণ। এদিকে কৃষক ওসমান আলী জানান, এক বিঘা জমিতে কৃষি বিভাগের সহযোগিতায় বঙ্গবন্ধু ১০০ ধান টি আবাদ করেছিলেন, ফলন ভাল, বিঘায় ২২ মন ধান পেয়েছেন তিনি খুশি । এ বিষয়ে 

উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ জেরিন আহমেদ জানান যে, স্বপ্নের ধান বঙ্গবন্ধু ধান ১০০ একটি প্রিমিয়াম কোয়ালিটির ধান। ব্রি ধান১০০ এ আধুনিক উফশী ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান। এছাড়া অঙ্গজ অবস্থায় গাছের আকার ও আকৃতি ব্রি ধান৭৪ এর মতো। এ জাতের ডিগপাতা খাড়া, প্রশস্ত ও লম্বা, পতার রং সবুজ। পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ১০১ সেমি.। জাতটির গড় জীবনকাল ১৪৮ দিন। ১০০০টি পুষ্ট ধানের ওজন গড়ে ১৬.৭ গ্রাম। চালের আকার আকৃতি মাঝারি চিকন এবং রং সাদা। জিংকের পরিমাণ ২৫.৭ মি.গ্রাম/কেজি এবং দানায় অ্যামাইলোজের পরিমাণ শতকরা ২৬.৮ ভাগ। এছাড়া প্রোটিনের পরিমাণ শতকরা ৭.৮ ভাগ এবং ভাত ঝরঝরে। আগামী বছরে এ উপজেলায় শতাধিক জমিতে বঙ্গবন্ধু ১০০ ধান চাষের জন্য বিনামূল্যে বিতরণ করা হবে এমনটাই সাংবাদিকদের জানান এ কর্মকর্তা৷