গোপালগঞ্জ কাশিয়ানী। রামদিয়া ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ শুরু
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানীতে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
“ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ” প্রতিপাদ্যে আগামী ১৯ মে হতে ২৩ মে ২০২২ পর্যন্ত উপজেলা ভূমি অফিস, কাশিয়ানীসহ কাশিয়ানী উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিস সমূহে ভূমি সেবা সপ্তাহ- ২০২২ উদযাপন করা হবে।
এরই ধারা বাহিকতায় কাশিয়ানী উপজেলার বেথুড়ি ইউনিয়নের রামদিয়া ভূমি অফিসে সেবা প্রদান করা হয়।
বেথুড়ি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্ত আইয়ূব আলী মোল্যা বলেন, ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত এ সেবা সপ্তাহ পালন করা হবে। তিনি আরোও বলেন প্রথম দিন আমরা সেবা গ্রহন কারীদের কাছ থেকে আদায় করেছি সাত হাজার তিন শত তেহাত্তুর টাকা। এআদায় আমাদের চলমান থাকবে। এবং ২য় দিন আজ আমাদের স্যার উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মোরশেদুল ইসলাম এসে আমাদের পরামর্শ ও নির্দেশনা দিয়ে গেছেন ।
ইউনিয়ন ভূমি অফিস সমূহে ভূমি উন্নয়ন কর আদায়, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য রেজিস্ট্রেশন ও সকল ধরনের তথ্যমূলক সেবা প্রদান করা হবে ।
এর মধ্যে নিম্নোক্ত সেবাসমূহ উল্লেখযোগ্য:
১. অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন।
২. ই- নামজারীর আবেদন গ্রহণ এবং নামজারী খতিয়ান ও ডিসিআর প্রদান।
৩. ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর।
৫. ভিপি সম্পত্তির লীজ নবায়ন।
হাটবাজারের চান্দিনা ভিটির লিজ নবায়ন।
৬. ই-নামজারী ও মিসকেসের শুনানী গ্রহণ।
প্রতিদিন বিভিন্ন ভূমি সেবা সম্পর্কে এবং সেবা প্রাপ্তির উপায় সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হবে (দুপুর১২-১টা)।
৭. ভূমি সংক্রান্ত সকল ধরনের তথ্যমূলক সেবা।
ইউনিয়ন ভূমি অফিস সমূহে ভূমি উন্নয়ন কর আদায়, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য রেজিস্ট্রেশন ও সকল ধরনের তথ্যমূলক সেবা প্রদান করা হবে।