কালকিনিতে ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ০৩:৩৫ অপরাহ্ন   |   কৃষি ও প্রকৃতি


শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

মাদারীপুরের কালকিনিতে ৩ দিন ব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

কালকিনি উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর উদ্যোগে ও কালকিনি উপজেলা কৃষি অধিদপ্তরের সহযোগিতায় ১২ নভেম্বর থেকে শুরু হয়ে ১৪ নভেম্বর এই প্রশিক্ষণ শেষ হয়।

কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরনের লক্ষে উপজেলার বিভিন্ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা, কৃষাণ-কৃষাণী, শিক্ষক, ইমাম, এনজিও কর্মকর্তা সহ অন্যান্য পেশাজীবিদের এই প্রশিক্ষণে ব্যবহারিক পুষ্টি সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিল্টন বিশ্বাস, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক, সহকারী প্রশিক্ষক মোঃ শামীম মন্ডল সহ অন্যান্যরা।