নতুন বছর উপলক্ষে USO শিক্ষা উপকরণ বিতরণ করেছে।

 প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন   |   কৃষি ও প্রকৃতি



টিপু সুলতান  


ফরিদপুরের মাঝে অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন উৎস সোস্যাল অর্গানাইজেশন। এই সংগঠনটি সক্রিয় ভাবে নিয়মিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। 


নতুন বছর উপলক্ষে নর্থ চ্যানেলের ৬নং ওয়ার্ডের জে.এস কিন্ডারগার্টেনে, আজ সোমবার প্রায় অর্থশত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে। 


এই সংগঠনটি মূলত শিক্ষা নিয়ে কাজ করে। এর পাশাপাশি কর্মসংস্থান, দেশের যে কোন দূর্যোগে মানুষের পাশে থাকে। এছাড়া ও উৎসব গুলোতে যারা দারিদ্রতার জন্য পালন করতে পারে না। তাদের মুখে হাসি ফুটানোর ব্যবস্থা করে। জনসচেতনতা মূলক বিভিন্ন কর্মকান্ড করে।


এই সংগঠনটির সভাপতি দিদারুল ইসলাম দিদারের সাথে কথা বলে জানতে পারলাম তাদের শিক্ষা নিয়ে আরো একটা প্লান আছে। যেটা তারা অতি শীগ্রই শুরু করতে যাচ্ছে পথশিশুদের জন্য শিক্ষা ব্যবস্থা করা।