নাটোরের বড়াইগ্রামে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ।

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন   |   কৃষি ও প্রকৃতি




নাটোর প্রতিনিধি


নাটোরের বড়াইগ্রামে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়িয়ে খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টির বিষয়ে সচেনতায় মূলক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


রবিবার বিকালে  উপজেলার বড়াইগ্রাম পৌরসভার ভরতপুর গ্রামে পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৯০জন কৃষক-কৃষাণীদের নিয়ে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ।উক্ত অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা  কৃষি অফিসার কৃষিবিদ শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা সমবায় অফিসার হোসেন শহীদ,বড়াইগ্রাম উপজেলা সমবায় অফিসার আমজাদ হোসেন, সহকারি প্রকৌশলী জিয়াউল হক, কৃষিবিদ হুসনেরা খাতুন সহ কৃষক-কৃষাণীরা । 


অনুষ্ঠানের শেষে কৃষক-কৃষাণীদের মাঠ পর্যায়ে মৌসুমী ফসল আবাদে উদ্বুদ্ধ করা হয়।সভাপতির বক্তব্যের কৃষিবিদ শারমিন সুলতানা বলেন  বর্তমান সরকারের লক্ষ্য দেশে এক ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। এ কথার অনেক গভীরতা আছে। আমাদের বিভিন্ন আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়িয়ে খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টির বিষয়ে সচেতন হতে হবে।