কমলগঞ্জের লাউয়াছড়ায় গাড়ির ধাক্কায় বিরল প্রজাতির চিতাবিড়ালের মৃত্যু।
জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টারঃ
গাড়ির ধাক্কায় মাথায় আঘাত পেয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া নামক ডলুবাড়ি সড়কে একটি চিতাবিড়ালের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টায় রাস্তা পারাপারের সময় এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, শুক্রবার সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের নুরজাহান ভায়া ডলুছড়া সড়কের জানকি ছড়া এলাকায় বিরল প্রজাতির একটি চিতাবিড়াল রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মাথায় আঘাত পেয়ে মৃত্যুবরণ করে। খবর পেয়ে বনবিভাগের লোকজন মৃত চিতাবিড়ালটি উদ্ধার করে শ্রীমঙ্গলস্থ রেঞ্জের নিয়ে আসে।
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, মৃত চিতাবিড়ালটি উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় প্রাণীটির মৃত্যু হয়। এটাকে সংরক্ষণ করে রাখা হবে।