বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত ৩০

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২১, ১২:০২ পূর্বাহ্ন   |   বরিশাল


মনজুর লিটন বরিশাল জেলা প্রতিনিধিঃ 

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী  গাইনের পার নামক স্থানে বরিশাল-ঢাকা মহাসড়কে বাস প্রাইভেট কার ত্রিমুখী সংঘর্ষে আহত ৩০জন।


জানা যায় দুপুর সাড়ে বারোটায় বরিশাল থেকে মাওয়া গামী বিআরটিসি'র গাড়ির সাথে মাওয়া থেকে বরিশালগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি দ্রুতগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি বাসের নিচে ঢুকে যায়।

এভাবেই দুর্ঘটনায় ৩০ জন যাত্রী আহত হয়। এরমধ্যে গুরুতর আহত ১৫ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।


দুর্ঘটনার পরে দীর্ঘ ৩ কিলোমিটার দুই পাড়ে লম্বা জ্যামপড়ে যায়। ঘটনার স্থানে ফায়ার সার্ভিস  ও পুলিশ প্রশাসন দুর্ঘটনা কবলিত বাস ও প্রাইভেট কার উদ্ধার করে  এতে কার্ড দিয়ে সরানোর পরে যানবাহন  চলাচল স্বাভাবিক রয়েছে।