মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
প্রভাব খাটিয়ে জমি দখল ও অসহায় প্রতিপক্ষকে মামলার জালে ফাঁসিয়ে হয়রানির প্রতিবাদে মাদারীপুরের কালকিনিতে ভুক্তভোগীসহ এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১ মার্চ দুপুরে উপজেলার রমজানপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে ঘরামী বাড়ি জামে মসজিদের সামনের রাস্তায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী আনোয়ার বেপারী বলেন, ১৪৬ নং উত্তর চর রমজান পুর মৌজায় সাবেক পেটি ১৪২ নং খতিয়ানের মোট ৭ একর ৮৩ শতাংশ ভূমি যা আমাদের পৈতৃক জমি। উক্ত জমি থেকে জাকির হোসেন মোল্লা, বাদল মোল্লা,বেলায়েত মোল্লা আনোয়ার হোসেন মোল্লা, বি আর এস নতুন খতিয়ান ২০০৮ এবং ২১৬০ খুলে মোট ১৬ টি দাগে ৩ একর ৭০ শতাংশ জমি তাদের নামে জালিয়াতি করে রেকর্ড ভুক্ত করে। এবং আমাদের ১২ টি পরিবারের নারী পুরুষসহ ১৬ জন ব্যক্তির নামে আনোয়ার হোসেন মোল্লা বাদী হয়ে ১১ টি মিথ্যা মামলা দায়ের করেছে। মামলা চালিয়ে আজ আমরা নিঃস্ব হয়ে গেছি। আমরা সরকারের কাছে এই ভূমিদস্যুদের বিচার দাবি করছি।
আর আর এক ভুক্তভোগী শেফালী বেগম বলেন, আমাদের জমি ভুমিদস্যরা জলিয়াতি করে নিয়েছে। জমির কাছে গেলে নানা রকম খারাপ ভাষায় কথা বলে। আমি মহিলা মানুষ আমাকে কেন মামলা দিয়ে হয়রানির করছে আমি এর বিচার চাই।
এবিষয়ে জাকির হোসেন মোল্লা ও আনোয়ার হোসেন মোল্লাসহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে ও যোগাযোগ করা যায়নি।
এবিষয়ে রমজানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মোল্লা বলেন, বার বার আপস মিমাংসার কথা বলা হলেও জাকির হোসেন, মোল্লা আনোয়ার হোসেন মোল্লা, বাদল মোল্লারা কোন তোয়াক্কা না করে নিরীহ অসহায় মানুষদের প্রতি অন্যায় ভাবে মামলা দিয়ে হয়রানি করছে। তাই আজ ৩ নং ওয়ার্ড সর্বস্তরের মানুষ বিচারের দাবিতে মানববন্ধন করেছে।