যশোর বেনাপোলে একটি বাড়ীতে দূধর্ষ চুরি সংঘটিত

 প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ০৭:৪৪ অপরাহ্ন   |   অপরাধ



মনা, যশোর বেনাপোল প্রতিনিধিঃ

শের বৃহত্তর স্থল বন্দর নগরী বেনাপোলে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল পৌরসভাধীন ৩ নং ওয়ার্ড বীরমুক্তি যোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী সড়কে ৩২৬ নং বাসার সিএন্ডএফ ব্যবসায়ী আবুল হোসেন এর বাসায় এই চুরি সংঘটিত হয়।


ঘটনাস্থল ঘুরে জানা যায়, সুউচ্চ প্রাচীর ঘেরা দ্বীতল ভবনের ২য় তলায় বসবাসকারী ভাড়াটিয়া গোলাম মোর্তজা(আশা এনজিও’র একজন কর্মকর্তা) এবং বাড়ীর মালিক বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী,মেসার্স রাজধানী ইন্টারন্যাশনাল’র স্বত্বাধীকারী আবুল হোসেনের ঘরের তালা ভেংগে ঘরের আলমীরাতে রাখা মোট ৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। এরমধ্যে ভাড়াটিয়ার ১ভরি ওজনের একজোড়া স্বর্ণের কানের দুল এবং বাসার মালিকের ৩ ভরি ওজনের একটি গলার চিক,একজোড়া কানের দুল ও দুটি আংটি ছিল।


ঘটনার বিবরণ জানতে ঐ বাড়ীর ভাড়াটিয়া ভুক্তভোগী হামিদা ইয়াসমিন(গোলাম মোর্তজার স্ত্রী) জানান,”বাড়ীর মালিক আবুল হোসেন(হামিদা ইয়াসমিনের চাচা) দেশের বাইরে যাওয়ার উদ্দেশ্যে গত ১১ডিসেম্বর ঢাকায় রওয়ানা দেন(বর্তমানে তিনি ঢাকাতেই আছেন)। বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর সন্ধ্যার পর আমার শশুরবাড়ী(হামিদার শশুর বাড়ী) যশোর জেলাধীন চৌগাছা উপজেলায় চলে যায় এবং শনিবার ১৭ ডিসেম্বর চুরির ঘটনা জানতে পেরে বেনাপোলে চলে আসি।


এদিকে,ঐ ভবনের নীচতলার বাসায় স্বামী রফিকুল মোল্লা সহ বসবাসকারী খাদিজা খাতুন(আবুল হোসেনের ভাতিজি) বলেন,ঘটনার দিন আমি বাসায় ছিলাম না,স্বামীসহ আমি আত্মীয় বাড়ীতে গিয়েছিলাম। পাশেই আমার বাপের বাড়ী হওয়ায় আমার ছোট বোন ফরিদা ১৬ ডিসেম্বর সকাল ১০ টার দিকে হাস-মুরগীর খাবার দিতে আমার বাসায়(দূর্ঘটনা কবলিত বাসা) আসলে,ফরিদার কাছ থেকে জানতে পারি বাসায় চুরি সংঘটিত হয়েছে।


ফরিদা খাতুন(হামিদা খাতুনের বোন) জানায়, ১৬ ডিসেম্বর সকাল ১০ টায় বোনের বাসায়(চাচা আবুল হোসেনের বাসা) মুরগীর খাবার দিতে আসলে প্রধান গেট পার হয়ে দ্বীতল ভবনের “কলাপসেবল গেট”এর কড়া ভাঙ্গা তবে, তালা অক্ষত অবস্থায় দেখতে পাই। এরপর দোতলায় গিয়ে দেখি ভাড়াটিয়া(হামিদা ইয়াসমিন)’র ঘরের দরজা এবং মালিক(আবুল হোসেন)’র ঘরের দরজা খোলা। তৎক্ষনাত,আমি আশপাশের সকলকে জানালে,পড়শি জুলফিকার আলী মন্টু(বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি) স্থানীয় বেনাপোল পোর্টথানায় খবর দিলে থানার একটি পুলিশ দল ঘটনাস্থল পররিদর্শন করেন।


পোর্টথানা পুলিশ বলছে,পাশের বাড়ীর সিসি ক্যামেরায় দেখা গেছে,বৃহস্পতিবার রাতে দূর্বৃত্তদের ৫(পাঁচ) চোর সদস্যের ৩জন প্রাচীর টপকিয়ে বাড়ীর ভিতরে প্রবেশ করে এবং বাকী ২ চোর মটরসাইকেল সহ বাহিরে অপেক্ষা করতে থাকে। সিসি ক্যামেরা দেখে চোরদেরকে শনাক্ত এবং গ্রেফতার করার জোরদার তল্লাশী অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।


এদিকে,দুর্ধর্ষ এই চুরির ঘটনায় অত্র এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। এলাকার মানুষ পুলিশ প্রশাসনের বাড়তি টহল জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।


বাড়ীর মালিক আবুল হোসেন চুরির বিষয়টি গণমাধ্যমে প্রচারের জন্য মুঠোফোনে সাংবাদিকদের বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

অপরাধ এর আরও খবর: