কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে বসত ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি,
মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে বসত ঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল (১৭ ডিসেম্বর) সকালে পৌরসভার পাংঙ্গাশিয়ার ১নং ওয়ার্ডের আঃ রাজ্জাক হাওলাদেরর একটি বসত ঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় তারা।
এ ব্যাপারে ভুক্তভোগী আঃ রাজ্জাক হাওলাদার জানান, সকালে দুজন লোক আমার ঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে য়ায়। এতে ঘরের আসবাবপত্রসহ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আঃ রাজ্জাক হাওলাদার আরও জানান, গত বছর আমি রাবেয়া বেগমের কাছ থেকে ৫২ শতাংশ জমি সাব কবলায় ক্রয় করি। এর পর থেকেই পাশের বাড়ীর আঃ আজিজ হাওলাদেরের ছেলে আবু নায়েম ও তার মা হাওরোন নেছা এবং মোঃ আতাবর খানের ছেলে মাসুম খান আমাকে জমি থেকে উচ্ছেদ করার জন্য নানা ভাবে হুমকি দিয়ে আসছে। এমনকি জমি থেকে উচ্ছেদ করার জন্য আমাকে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন সময় আমাদের ফসলী গাছ কেটে নিয়ে যায় তারা।
এব্যপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগী আঃ রাজ্জাক হাওলাদার।