বাংলাদেশ মেম্বার এসোসিয়েশন কালকিনি শাখার সভাপতি আলি আকবর সাধারণ সম্পাদক আনিসুর রহমান

সাহাদাত ওয়াসিমঃ কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের কালকিনিতে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের মেম্বারদের নিয়ে বাংলাদেশ মেম্বার এসোসিয়েশন কালকিনি শাখার কমিটি গঠন গঠন করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের হল রুমে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের মেম্বারদের নিয়ে উক্ত এসোসিয়েশন গঠন করা। মাদারীপুর জেলা মেম্বার এসোসিয়েশনের সভাপতি মোঃ মাসুদুর রহমান প্রধান অতিথি করে ও জেলা মেম্বার এসোসিয়েশন সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল খন্দকারের উপস্থিতিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভা শেষে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আলি আকবর মেম্বার (লক্ষিপুর ইউনিয়ন ) সভাপতি ও মোঃ আনিসুর রহমান (শিকারমঙ্গল ইউনিয়ন ) সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির ১০ সদস্যর নাম ঘোষণা করা হয়। পরবর্তী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দেয়া হয়।
উক্ত কমিটিতে সহ সভাপতি রুহুল আমীন বেপারী, বাচ্চু মিয়া সহ সভাপতি, বেলায়েত হোসেন সাংগঠনিক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক রুমা বেগম (বাঁশগাড়ী ইউনিয়ন), ও আছমা আক্তারকে সহ মহিলা বিষয়ক সম্পাদক করে দশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এসময় নতুন কমিটির সভাপতি মেম্বার আলি আকবর বলেন, এই কমিটি সকল মেম্বারদের অধিকার আদায়ের জন্য কাজ করবে। এবং সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একজন আরেকজনের পাশে দাড়াতে পারি সেজন্য আমি সকালে সহযোগীতা ও দোয়া কামনা করি।