অপরাধের স্বর্গরাজ্য নারায়ণগঞ্জের বন্দর থানা : গ্রীন ডাইনেস্টির ৫৭ লাখ টাকার মালামাল উদ্ধারে সাড়াশি অভিযান

 প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন   |   ঢাকা



অপরাধের স্বর্গরাজ্য  হয়ে উঠেছে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা।  গত এক মাসে বড় তিনটি ডাকাতির ঘটনা ঘটেছে ওই এলাকায়। গত ৪ জানুয়ারি বন্দর এলাকায় একদল ছিনতাইকারী তিনজন ব্যবসায়ীকে গুরুতর জখম করে প্রায় ৭০ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এবিষয়ে থানায় মামলা হয়েছে। প্রায় দেড় মাস আগে পান্না গ্রুপের প্রায় ৬৫ লক্ষ টাকার মালামালসহ একটি ট্রাক ডাকাতির ঘটনার পর তিন ডাকাতকে গ্রেফতার ও কিছু মালামাল উদ্ধার করে পুলিশ। বর্তমানে আসামিরা জামিনে মুক্ত বলে জানাগেছে।

সম্প্রতি নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে  ঢাকা জেলার আশুলিয়া কবিরপুরস্থ গ্রীন ডাইনেস্টি লিঃ এর ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত আসলামকে গ্রেফতার করেছে।  ট্রাক ও বিভিন্ন স্থান থেকে সামান্য কিছু মালামাল উদ্ধার করা হয়। বন্দর থানা এলাকার অন্যতম ডাকাত সরদার নূর আলম ওরফে ভাল্লুক নূরের নেতৃত্বে ডাকাতিতে অংশ নেয় স্বপন, সুমন, রুবেল ও রিপন- পুলিশের প্রাথমিক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। ডাকাতদের গ্রেফতারে নারায়ণগঞ্জ বন্দর থানা পুলিশ তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম।  

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা জেলার আশুলিয়া কবিরপুরস্থ গ্রীন ডাইনেস্টি লিঃ এর সুপারভাইজার মোসলেম আলী গত ৮ জানুয়ারি রাত আনুমানিক আড়াইটায় ফ্যাক্টরী থেকে ৪,৭৫,০০০পিস কানেকন্টর যার আনুমানিক মূল্য সাতান্ন লক্ষ টাকা নিয়ে মিনি ট্রাক ঢাকা মেট্রো-ন-১৯-০১০৫ যোগে  নারায়নগঞ্জ জেলার বন্দর থানাধীন লক্ষনখোলা ডিজেডিসি চায়না ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা করেন।  রাত ০৪:৪০ টার  সময় বন্দর থানাধীন ইস্পাহানী তালতলা পাকা রাস্তার উপর পৌছালে একটি টাটা ট্রাক উক্ত মিনি ট্রাকের সামনে এসে বেরিকেড দেয়।  ড্রাইভার মোঃ সুহিন (২৬) ট্রাক থামানোর সাথে সাথে বেরিকেড দেওয়া ট্রাক হইতে ১০/১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে সুপারভাইজার মোসলেম আলী সহ ট্রাকে থাকা মোঃ সুহিন (২৬), আকাশ (২৮) কে জিম্মি করে ট্রাকের সামনের গ্লাস ভাংচুর করে।  এসময় ডাকাতদল ট্রাকে থাকা  সুপারভাইজার মোসলেম আলী সহ ট্রাকে থাকা মোঃ সুহিন (২৬), আকাশ (২৮) কে টেনেহিচড়ে নামিয়ে বেধড়ক মারপিট করে।  মিনি ট্রাক ঢাকা মেট্রো-ন-১৯-০১০৫, মূল্য ২৫,০০,০০০/- (পঁচিশ লক্ষ) টাকা সহ গাড়িতে থাকা ৪,৭৫,০০০পিস কানেকস্টর, মূল্য ৫৭,০০, ০০০/- (সাতান্ন লক্ষ) টাকা লুটে নিয়ে  চায়না ফ্যাক্টরির দিকে চলে যায়। বাকি ৯/১০ জন ডাকাত সুপারভাইজার মোসলেম আলী সহ ট্রাকে থাকা মোঃ সুহিন (২৬), আকাশ (২৮) কে টেনেহিচড়ে পার্শ্ববর্তী মাঠের মধ্যে নিয়ে হাত ও চোখ বেধে মারপিট করে । সুপারভাইজার মোসলেম আলীর  নিকট থাকা রেডমি redmi 10c মোবাইল ফোন (মূল্য ১৬,৫০০/- টাকা) , নগদ ৯,৫০০টাকা, ২টি এটিএম কার্ড নিয়ে নেয় ডাকাতরা।  মোঃ সুহিন (২৬) এর একটি মোবাইল ফোন (মূল্য ১১,৫০০/- টাকা) , নগদ ১০,৫০০/- টাকা ও ড্রাইভিং লাইসেন্স কেড়ে নেয় নেয়। একপর্যায়ে ডাকাতদল তাদের হাত ও চোখের বাধন খুলে দেয় এবং ১০০/- টাকা  গাড়ি ভাড়া দিয়ে এলাকা ত্যাগ করার জন্য জোরাজুরি করে।  ডাকাতদল মাঠের মধ্যে দিয়ে ঘন কুয়াশার মাঝে পায়ে পায়ে হেটে চলে যায়।  উল্লেখ্য  ১০/১২ জন ডাকাতদের মধ্যে ৭/৮ জনের মুখ গামছা দিয়ে বাঁধা ও কয়েক জনের মুখ খোলা ছিল। তাদের পরনে ফুল প্যান্ট ও শীতের জ্যাকেট ছিল। ডাকাত দলের কয়েকজন স্থানীয় নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলাবলি করে বলে জানা যায় ।  এমর্মে জেলা/মেট্রোপলিটন: নারায়ণগঞ্জ এর মামলা নম্বর,  ৯ ( তারিখ: ০৮ জানুয়ারী, ২০২৫)।

ঢাকা এর আরও খবর: