করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি গ্ৰামের মানুষের মাঝে বেশী

 প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ১০:২১ অপরাহ্ন   |   ঢাকা


স্টাফ রিপোর্টার মোঃ আজাদ মুন্সী সাভার ঢাকা ।


বিশ্ব সংবাদ যেখানে বলতেছে সবাই ঘরের মধ্যে থাকতে সেখানে গ্ৰামের মানুষের মাঝে বেশী সচেতনতা নাই এই বিষয়ে । এটি ঢাকার পাশেই সাভার থানাধীন কাউন্দিয়া গ্ৰামের চিএ । সবাই খেলা ধুলা করতেছে । করোনা ভাইরাস নিয়ে ওদের কোন মাথা ব্যাথা নাই । কারন ওদের সচেতনতা করতে তেমন কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি । সরকারের উচ্চপর্যায়ের থেকে একটি কমিটি গঠন করা উচিৎ এদের সচেতনতা বৃদ্ধি করতে । না হয় মৃত্যুর নগরীতে পরিণত হবে এসব এলাকার । বহির্বিশ্বের মানুষ যেখানে ঘর থেকে বের হচ্ছে না সেখানে এরা খেলা নিয়ে ব্যস্ত । একই এলাকায় আবার দেখা গেল ইউনিয়ন চেয়ারম্যান এর উদ্ধেগে নৌকা ঘাটের কাছে একটি পানির ড্রাম দেওয়া হয়েছে সাবান সহ কিন্তু হঠাৎ দুই এক জন ছাড়া কেউই হাত ধৌত করে এলাকায় প্রবেশ করছে না । নিম্ন আয়ের মানুষ গুলো কাজের সন্ধানে  নদীর ওপারে মিরপুর যায় কিন্তু তাদের মধ্যে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা নাই । আসলে ওরা বুঝতে পারছেনা এই ভাইরাস কিভাবে ছড়ায় । আসুন সবাই মিলে করোনা ভাইরাস থেকে মুক্ত হতে পারি এই নিয়ে কর্মসূচি ঘোষণা করি । এখনই সময় ।

ঢাকা এর আরও খবর: