নাগরপুরে চলছে লকডাউন জনমনে আতস্ক

 প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ১২:৩৭ পূর্বাহ্ন   |   ঢাকা



মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় নোভেল করোনা ভাইরাস আতঙ্ক ও প্রতিরোধে থমকে গেছে জনজীবন। প্রশাসনের তৎপড়তায় নাগরপুরে জনসমাগম নেই বললেই চলে। বিশেষ জরুরি কোন প্রয়োজন ছাড়া মানুষজন বের হচ্ছে না। নাগরপুর থানা পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। মাঠে রয়েছে ভ্রাম্যমান আদালত, নিত্য প্রয়োজণীয় জিনিসপত্র কিনতে যারা বের হচ্ছে তারাও মুখে বাড়তি সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করছেন। কমে গেছে ব্যবসায়ীদের বেচাকেনা। চিরচেনা কোলাহলমুখর বিপনি বিতানগুলোতে এখন নিরবতা।


২৬ মার্চ ২০২০, হতে সরেজমিন দেখা যায়, নাগরপুর উপজেলা চত্বর, বেবি স্ট্যান্ড, থানা মোর, বটতলা, বাসস্ট্যান্ড সহ জনবহুল এলাকায় জনমানবহীন হয়ে পড়েছে।সকলের মনে এক অজানা আতংক। নভোল করোনা ভাইরাস প্রতিরোধে নাগরপুর ফায়ার সার্ভিস গুরুত্বপূর্ণ সদরের বিভিন্ন এলাকায় ও গয়হাটা বাজারে জীবাণুনাশক স্প্রে করেছে। তবে দিনমজুরদের কষ্টের সীমা নেই। দিনমজুর সহ রিকশা, ভ্যান চালক সহ অনেকে জানান, কাজ না করলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। আল্লাহ যেন এ গজব থেকে আমাদেরকে অতিসত্বর মুক্তি দেন।


নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে এক সাথে কাজ করতে হবে। শুধু আইন প্রয়োগের মাধ্যমে সকল কিছুর সমাধান সম্ভব নয় এজন্য দরকার জনসচেতনতা, সাবধানতা অবলম্বন করে চলা।

ঢাকা এর আরও খবর: