নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই প্রদান ও দিনমজুরদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ

 প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ০৯:৫৭ অপরাহ্ন   |   ঢাকা



মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর ৫০শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স কমপ্লেক্স ডাঃ, নার্স ও স্বাস্থ্য কর্মীদের মাঝে পিপিই, মাস্ক, হ্যান্ড গ্লোবস ও বিভিন্ন বাজারের দিনমজুর, চা দোকানিসহ চাল, ডাল, সয়াবিন, সাবান সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


২৮ মার্চ ২০২০, শনিবার সকাল হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এ পিপিই সহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 


এসময়ে অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান আবদুস সামাদ দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির, সদর ইউনিয়ন চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও অন্যান্য কর্মকর্তা কর্মচারি বৃন্দ।


জনাব ফয়েজুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা মেনে যে সকল দিনমজুর, চায়ের দোকানি তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন তাদের জন্য আমাদের এ কার্যক্রম চালু আছে। মোট ৪০০ জনকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ঢাকা এর আরও খবর: