মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করে জন্মদিন পালন

 প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ০৩:৩১ পূর্বাহ্ন   |   ঢাকা



প্রতিবেদক:-হৃদয় হোসেন রত্ন


করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় ফরিদপুর শহরের অলিতে গলিতে মাস্ক, স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করে জন্মদিন পালন করেছেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।

রোববার (২৯ মার্চ) সকালে জেলার লক্ষীপুর, লক্ষীপুর রেল-লাইন, ঝিলটুলী মুজিব সড়ক এলাকায় সাধারণ মানুষের মাঝে ২ হাজার মাস্ক, ২ হাজার লিফলেট ও ৫ শতাধিক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন তিনি।


এসময় সাইফুল বলেন, দেশের সকল দু:সময়ে ছাত্রলীগ জীবন বাজি রেখে কাজ করেছে। গত কয়েকদিন ধরে দলের অগ্রজদের হাত ধরে নানামুখী সচেতনতামূলক কাজের পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আজ আমার জন্মদিন। এই ক্রান্তিলগ্নে নিজের জন্মদিন পালন না করে সেই টাকা দিয়ে এসব পণ্য বিতরণ করলাম।


তিনি আরো বলেন,ধন্যবাদ প্রিয় ছোট ভাই আসাদূর রহমান নূর,জাকির ভাই এবং রসায়ন বিভাগ রাজেন্দ্র কলেজ এর ছোট ভাইদের হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে দেয়ার জন্য,বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে মহামারি করোনা প্রতিরোধ এর উদ্দেশ্যে হ্যানড স্যানিটাইজার,সচেতনতা মূলক লিফলেট, মাস্ক বিতরন করা হয়েছে আজ।ধন্যবাদ সকল নেতা কর্মিদের যারা দিন রাত পরিশ্রম করেছেন।।মহামারী করোনা প্রতিরোধ এ আমাদের সকল কে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে এই challenge সবার লড়তে হবে সবার আমরা জয়ি হব ইনশ্আল্লাহ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আবার ঘুরে দাড়াবে।। আমাদের ভোগ বিলাসিতায় গা ভাসিয়ে না দিয়ে নিজেদের প্রয়োজন অতিরিক্ত খাদ্য দ্রব্য, ঔষুধ পত্র অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নিয়ে মানুষের পাশে দাড়াতে হবে মনে রাখবেন ভোগ বিলাসিতায় মহত্ত্ব নেই আছে মানসিক অশান্তি ত্যাগ এ আছে শান্তি মানুষের মুখে হাসি ফুটানোতে আছে প্রকৃত সুখ,,আর বিত্তবান দের উদ্দেশ্যে বলি আপনার ধন সম্পদ এর মধ্যে গরীব এর ভাগ আছে ভাগ টা ওদের এটা আপনার না তাই ওদের টা ওদের দিয়ে দিয়েন তাতে ই হবে।।সবাই সবার খেয়াল রাখবেন আমার বাংলা মায়ের কোন সন্তান যেন না খেয়ে কষ্ট না পায়।।জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হেক মানবতার,,,((((মানুষের প্রয়োজন এ সবার আগে সব সময় বাংলাদেশ ছাত্রলীগ))))


এদিকে ফরিদপুরের সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১৭ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে এক হাজার ৬১৭ জন। কোয়ারেন্টাইনের সময়সীমা পার করায় মোট ৭১৯ জনকে রিলিজ দেয়া হয়েছে। এপর্যন্ত ফরিদপুর জেলায় করোনা আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি।

ঢাকা এর আরও খবর: