সরকারের সফল চেষ্টায় কাঁচা বাজার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে আছে

স্টাফ রিপোর্টার মোঃ আজাদ মুন্সী সাভার ঢাকা ।
করোনা ভাইরাস সংক্রমণের কারণে দেশের সার্বিক পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে তবে আশার কথা হলো । সরকারের কঠোর মনিটারিং এর ফলে কাঁচা বাজার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে আছে। আজকের বাজার মিরপুর-১ । পিঁয়াজ প্রতি কেজি ৩৫/- , আলু প্রতি কেজি ২০/- , কাঁচা মরিচ প্রতি কেজি ৩৫/-, বেগুন প্রতি কেজি ৩০/- , করল্লা দেশি প্রতি কেজি ৩০/- , টমেটো প্রতি কেজি ১৫/- , লতি প্রতি কেজি ৪০/- , লাউ প্রতি পিচ ২৫-৩০/- , শশা প্রতি কেজি ২০/-, লেবুর হালি ২০/- , ফার্মের মুরগীর ডিম ডজন ৮০/-, হাঁসের ডিম ১১০/- সয়াবিন তেল প্রতি লিটার ৮০/- । এদিকে ফলের বাজার ও হাতের নাগালে আছে পিয়ারা প্রতি কেজি ৮০/-, আপেল প্রতি কেজি ১৪০-১৫৫/-, কমলা লেবু প্রতি কেজি ১৫০/-, আনার প্রতি কেজি ২২০-৩০০/-, আংগুর প্রতি কেজি ২৫০/- । কয়েক জন এর সাথে কথা বলে জানতে পারি দেশের চলমান পরিস্থিতি নিয়ে সবাই আতংকে আছি তবু সস্তি এই যে বাজার এর দাম সহনীয় পর্যায়ে আছে।