বেলা ১১ টা থেকে রাজৈরের টেকেরহাট লকডাউন

 প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০৪:৪১ অপরাহ্ন   |   ঢাকা


রিয়াজ ফকির,রাজৈর থানা প্রতিনিধি।

আজ সকাল ১১ টা থেকে রাজৈর উপজেলার টেকেরহাট বাজারে যত প্রকার মুদি,  ইমারজেন্সি দোকান সহ সব দোকানপাট পুরোপুরিভাবে লকডাউন করে দেওয়া হয়েছে।আজ সকাল সাড়ে দশটার দিকে এই অভিযান চালায় রাজৈর থানার পুলিশ কর্মকর্তারা তারা যতপ্রকার মুদি দোকানসহ ডাক্তারের দোকান বাদে সব দোকান অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে । কেউ যদি এই আইন না মানে তাকে জরিমানাসহ জেল দেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা।পুলিশ কর্মকর্তারা বিনীতভাবে অনুরোধ করেন যে দোকানপাট সম্পূর্ণ প্রকার লকডাউন করে রাখার জন্য। শুধুমাত্র ডাক্তারের দোকান ও কাঁচামালের দোকান সীমিত আকারে রাখা হয়েছে।

ঢাকা এর আরও খবর: