অল্পের জন্য রক্ষা পেল মোটরসাইকেল চালক

 প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০৫:৫২ অপরাহ্ন   |   ঢাকা


রাজৈর উপজেলা প্রতিনিধি,রিয়াজ ফকির।

আজ সকাল সাড়ে এগারোটার দিকে রাজৈর বাসস্ট্যান্ডের পশ্চিম দিকে ভয়াবহ বাইক ট্রাক সংঘর্ষ থেকে রক্ষা পেল দুই বাইক চালক। পূর্ব দিক থেকে আসা পশ্চিমা গামি বাইক চালক ট্রাকের সংঘর্ষ থেকে একটু জন্য রক্ষা পেল সামনাসামনি সংঘর্ষ থেকে। ট্রাক এর চালক তার গাফিলতিতে বাইক চালকের উপর দিয়ে ট্রাক উঠিয়ে দেওয়ার চেষ্টায়। তখন বাইক চালকের বিচক্ষণ দৃষ্টিতে বাইক চালক পাশে থাকা এক ভ্যানের বাম্পারে লাগিয়ে দেয়। গুরুতর আহত হয় তাদের বাইক ভেঙে চুরে যায়। দুইজনে শরীরে অনেক ক্ষয়ক্ষতি হয় । দুজনই খুব আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে রাজৈরে চিকিৎসা দিয়ে পরে ছেড়ে দেওয়া হয় তাদের গন্তব্য স্থানে তারা তারপর চলে যান। ট্রাক ড্রাইভারকে আটকে রাখা হয়েছে। পরে কিছু বাইক চালকের ক্ষয়ক্ষতির জন্য কিছু টাকা নিয়ে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।

ঢাকা এর আরও খবর: