দক্ষিণখান সরদার সুরুজ্জামান ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে দুস্থদের মাঝে ত্রান বিতরণ।

 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ১১:০৭ অপরাহ্ন   |   ঢাকা



শামীম চৌধুরী,ঢাকা

রাজধানী দক্ষিণখান সরদার সুরুজ্জামান মহিলা ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে হত দরিদ্র ও দুস্থদের মাঝে সরকারি ত্রান সামগ্রী ( চাল,ডাল,আলু,পেঁয়াজ,তেল,সবান,বিলিচিং পাউডার) কর্মসূচির মাধ্যমে বিতরণ করা হয়। উক্ত ত্রান বিতরন কর্মসূচি সময় উপস্থিত ছিলেন  সরদার বেলায়েত হোসেন মুকুল (মাদক বিরোধী সংগঠন লীড (LEAD) এর চেয়ারম্যান,কাউন্সিলর বুলবুল দেওয়ান,সরদার বেনজীর আহমেদ,মোজাফফর হোসেন,মোঃ আনিসুর রহমান,মোঃআবুল কাশেম,মোঃ আক্তারুজ্জামাসহ আরো অনেকে। উপস্থিত বৃন্দরা ত্রান সামগ্রি বিতরণের পূর্বে বলেন, আমরা সারা দেশ বাসি করোনা (Covid19)নামক সংক্রমণ ভাইরাসের সাথে যুদ্ধ করছি। শুধু আমরা নয় সারা বিশ্ব এই ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকার সংগ্রাম করছি। ইতোমধ্যে বাংলাদেশ ভারত, যুক্তরাষ্ট্র,স্পেন,ইতালি সহ প্রায় ১৯০ টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছে এবং লাখেরও বেশি মানুষ মারাও গিয়েছে। সেই তুলোনায় আমাদের দেশের এই বর্তমান সরকারের সচেতনতায় আমাদের দেশে আক্রান্তের সংখাও কম এবং মৃত্যুর হারও কম। তাই আমরা আরো সচেতন হয়ে এই করোনা(কভিড১৯) সংক্রামন ঠেকাবো। উপস্থিতবৃন্দরা আরো বলেন,এখন কোন রাজনৈতিক সময় না তাই কোন ব্যক্তিকে জাতীয় পরিচয়পত্র(ভোটার আইডিকার্ড) দেখে না ত্রান বিতরণ করা উচিৎ  সমাজের হত-দরিদ্র ও গরীব,দুস্থদের মাঝে। আরও বলেন,আমরা সবাই সামাজিক(৩ ফিট) দুরত্ব বজায় রেখে,মাস্ক ও হ্যান্ডগ্লোব ব্যবহার করে এই ভাইরাস প্রতিরোধ করার চেষ্ঠা করবো,সেই সাথে সরকারে একার পক্ষে এই ত্রান বিতরণ করা সম্ভাব নয় তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজে ধনী সম্প্রদায় ও জনপ্রতিনিধিরাও নিজ উদ্যোগে এই অসহায়দের ত্রান সামগ্রী  বিতরণ মূলক কর্মসূচি করেন। আর সবাই হোম কোয়ারেন্টাইনে  থাকেন প্রয়োজন ছাড়া বাহিরে বের হবেন না। এই করোনা সংক্রামনের সচেতনতার জন্য আমাদের পুলিশ বাহিনি ও সেনাবাহিও যতেষ্ঠ গুরু দায়িত্ব পালন করছে তাই তাদের কেউ  দায়িত্ব পালনে সহযোগী তা করা আমাদের একান্ত কাম্য। এই ত্রান বিতরণ কর্মসূচি সকাল সোয়া ১১ টায় শুরু হয়ে বেলা ১২ টায় সমাপ্তি  হয়।

ঢাকা এর আরও খবর: