মানুন তালুকদারের অর্থায়নে কৃষ্ণপুর ইউনিয়ানে লিফলেট-সাবান ও মাস্ক বিতরন

মো:আবুল আল হাচান,সদরপুর উপজেলা প্রতিনিধি৷
ফরিদপুরের সদরপুর উপজেলার এস এম কামরুজ্জামন মামুন তালুকদারের অর্থায়নে কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন স্থান লিফলেট সাবান ও মাস্ক বিতরন করা হয়েছে।
তার দিকনির্দেশনায় কৃষ্ণপুরের একাধিক সেচ্চাসেবী সংগঠনের কাজ চলমান আছে।তিনি কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব,মোল্লাডাঙ্গী একাদশ ও কৃষ্ণপুর ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান উপদেষ্টা।এই সেচ্চাসেবী প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজসেবা মুলক অনেক কাজ সাধিত হয়ে থাকে।জনাব মামুন তালুকদার।
তিনি ব্যাক্তিগত ভাবেও একজন দানশীল ব্যাক্তিত্য, অসহায় মানুষের পাশে দারানোটা তার একটা দায়িক্ত হিসাবে মনে করেন। সু-মিষ্টভাষী এই ব্যাক্তির অনুদানে
দরিদ্র ছাত্রদের লেখাপড়ার সহয়তা। হত-দরিদ্র কন্যার বিয়ের সাহায্য, অসুস্থতায় দরিদ্র মানুষকে সর্বোচ্চ সাহায্য। সন্তানহারা মায়ের সাহায্যার্থে পিছিয়ে থাকেননি। কৃষ্ণপুর ইউনিয়নে একাধিক মসজিদ/ মাদ্রাসাকেও দান করতে তিনি হাত গুটিয়ে রাখেননি । কৃষ্ণপুর ইউনিয়নের অনেক ক্ষেত্রেই তার অনুদান রয়েছে।