রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় শ্রমজীবি মানুষের মধ্য খাদ্যসামগ্রী বিতরণ করেছে শহীদ বীরবিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু দেশ রূপান্তরকে বলেন, হতদরিদ্র, শ্রমজীবী মানুষের জন্য কাজ শুরুর উদ্যোগ নেয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় সোমবার উত্তরায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয় খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল ৫ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি, আলু ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, সাবান ১টা, লবণ হাফ কেজি। তিনি বলেন, এ কাজে যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। যারা অনেক প্রতিকূলাতার মধ্যেও এ কাজে শারীরিকভাবে অংশগ্রহণ করেছেন তারা হলেন, কলেজের প্রথম ব্যাচের ছাত্র ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন ছাত্র-ছাত্রীদের প্রধান উপদেষ্টা এ.কে.মুরাদ (ব্যাচ-২০০০), প্রথম ব্যাচের ছাত্র কাজী মাহমুদুর রহমান রাজ (ব্যাচ-২০০০), অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (ব্যাচ-২০০৩), যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমেদ মাসুম (ব্যাচ-২০০৩), কার্যকরী সদস্য মারুফ হাসান রুমন (ব্যাচ-২০০৯) ও মুহাম্মদ মুনতাসির আরেফিন নাঈম (ব্যাচ-২০১৯)। তিনি আরো বলেন, আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন ছবি না তুলে,পরিচয় গোপন রেখে যাদের প্রয়োজন তাদের সঙ্গে যোগাযোগ করে বাসায় সাহায্য পৌঁছে দেব।