জনাব মামুন তালুকদারের অর্থায়নে কৃষ্ণপুর ইউনিয়ণে বিভিন্ন সামাজিক সংগঠণের মাধ্যমেই সচেতণামূলক প্রচার অব্যাহত ২০ দিন যাবৎ

 প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০১:৩৯ অপরাহ্ন   |   ঢাকা


মো:আবুল আল হাচান,সদরপুর থানা প্রতিনিধি৷

ফরিদপুরের সদরপুর উপজেলার  এস এম কামরুজ্জামন মামুন তালুকদারের অর্থায়নে ইতিমধ্যে কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে এবং উনারই পরামর্শ ও

নির্দেশনায় কৃষ্ণপুরের একাধিক সেচ্ছাসেবী সংগঠণের  কাজ চলমান আছে। তিনি কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব,মোল্লাডাঙ্গী একাদশ ও কৃষ্ণপুর ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান উপদেষ্টা। এই সেচ্ছাসেবী সংগঠণের  মাধ্যমে সমাজসেবা মূলক অনেক কাজ সাধিত হয়ে থাকে। সহজ সরল ও অসাধারণ এই মানুষটি 

 ব্যাক্তিগত ভাবেও একজন দানশীল ব্যাক্তিত্ব,অসহায় মানুষের পাশে দাড়াঁনো তার একটা দায়িত্ব হিসাবে মনে করেন। সু-মিষ্টভাষী ও সত্যবাদী,  পরোপকারী লোকটির অনুদানে

দরিদ্র ছাত্রদের লেখাপড়ার সহয়তা, হত-দরিদ্র কন্যার বিয়ের সাহায্য,  অসুস্থতায় দরিদ্র মানুষকে সর্বোচ্চ সাহায্য। স্বামী বা সন্তানহারা মায়ের সাহায্যার্থে ও পিছিয়ে থাকেন নি। কৃষ্ণপুর ইউনিয়নে একাধিক মসজিদ,মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্টানে ও দান করতে তিনি হাত গুটিয়ে রাখেন নি । কৃষ্ণপুর ইউনিয়নের গন্ডির বাইরে ও অনেক ক্ষেত্রে তার অনুদান রয়েছে। শৌলডুবী ঐতিহ্যবাহী সুশিক্ষিত পরিবারের সন্তান জনাব মামুন তালুকদার। উনার দাদা মরহুম ছারোয়ারজান তালুকদার সদরপুর উপজেলার ৬ নং কৃষ্ণপুর ইউনিয়ণের প্রতিষ্ঠাদাতা চেয়ারম্যান ছিলেন। জনাব মামুন তালুকদারের বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের জন্মলগ্ন হতেই বঙ্গবন্ধু ও বাঙালী জাতির পিতার প্রতি অনুগত সহচর ছিলেন। উনার ফেবুকের আইডি হতে বর্তমানে বাংলাদেশ সহ ও  বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসে বিপর্যয়তা বয়ে আনতে পারে এই বিষয়ে ব্যাপক লেখালেখি তে এটাই প্রমানিত হয় উনি এ দেশটাকে কত ভালোবাসেন। জীবন সংসারে  তিনি মেধাবী তিন কন্যা সন্তানের জনক ও দেশের সর্বোচ্চ সেরা বিশ্ববিদ্যালয়ের বিদ্যাপীঠে ও সেরা স্কুলে সন্তানেরা অধ্যায়নরত।

উল্লেখ্য জনাব কামরুজ্জামান মামুন তালুকদার সিলেটস্হ বৃহত্তর ফরিদপুর কল্যান সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য। তার সেবাময়ী কর্ম জীবনের প্রমান অাজো বৃহত্তর ফরিদপুর সমিতিতে  চলমান ও বহমান।আমি বহু বছর ধরেই শুনে ও দেখে আসছি উনার এসব মানবতার সেবায় ও উদার মনের কাজ কর্মের প্রশংসা। সরাসরিভাবে এখনো একজন জনপ্রতিনিধি না হয়েও কেন এধরনের কাজে অর্থ ব্যয় করছেন বলে জানতে চাইলে মামুন ভাই জানালেন  " মানবতা হলো সর্বশ্রেষ্ঠ ধর্মীয় সেবা"। এই মহান কাজে সসম্পৃক্ত হতে কখনো নেতা বা জনপ্রতিনিধি হতে হবে বলে পাঠ্যপুস্তকে বা ধর্মীয়গ্রন্থে লেখা নেই। আমি আমার মত চলতে পছন্দ করি। অল্প দিনের পৃথিবীতে, বেচেঁ থাকতে বেশী সম্পদের প্রয়োজন হয় না। এতসব ভালো কাজের মধ্যে ও উনার অনেক তিক্ত - বাস্তব ধারণার কথা ও জানালেন,যা আজ অপ্রকাশিত রইলো....! এবার আশার আলো ইতিমধ্যে জনাব মামুন তালুকদার  ইউনিয়ণের সকল বিত্তশালী ও দানশীল ব্যক্তিদ্বয় কে জনগনের পাশে থাকতে অনুরোধ করেছেন। সামনে মারাত্বক খাদ্য সংকট দেখা দিবে বলে আশংকা করছেন এবং একটা অসহায় মানুষ ও যেন না খেয়ে কষ্ট পান সেইজন্য উনি ইতিমধ্যে তার ইউনিয়ণ ও পার্শবর্তী ইউনিয়ণের দরিদ্র আত্বীয় স্বজনের মধ্যে বিশেষ করে,যারা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষগুলো অনাহারে খাদ্য সংকটে আছে কিনা খুজেঁ বের করা ও উনার সাধ্যমত সাহায্য দেবার ঘোষনা দিয়েছেন বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠণের কর্মীদের ও শুভাকাঙ্ক্ষিদের মাধ্যমে এবং এ কার্যক্রম ইতিমধ্যে শুরুও হয়ে গেছে। জাতির আজকের এই মহা বিপর্যে বিত্তশালীদের কাছে আমারো প্রশ্ন একটাই..জনাব মামুন তালুকদার একজন অতি সাধারণ মধ্যবিত্তশালী লোক হয়ে যিনি নিজের পরিবারের মতই শত পরিবারের দায়িত্ব পালনে পাশে থাকতে পারলে! কৃষ্ণপুরের শত শত বিত্তশালী রা কেন পারবেন না,  অসহায় মানুষের হয়ে পাশে থাকতে? প্লিজ আপনারা হাত গুটিয়ে সরকারী সকল সুযোগ সুবিধা ভোগ করে বসে থাকবেন না...  আর সময় নেই সামনে ঘুরে দাড়াঁনোর। আল্লাহ সবার সহায় হোন। আমিন।

ঢাকা এর আরও খবর: