রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় এক যুবকের শরিলে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর পলাতক রয়েছেন সেই যুবক। তাকে খুঁজতে এলাকায় মাইকিং করছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দক্ষিণখান থানা এলাকার আশকোনা উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশের উত্তরা বিভাগে এডিসি হাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে ওই যুবকের সন্ধানে ওই এলাকায় পুলিশের পক্ষ থেকে সন্ধ্যার পর থেকে মাইকিং করা হচ্ছে দক্ষিণের সব এলাকায়। এতে এলাকার সকল মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে।