নাগরপুরে ভ্রাম্যমান আদালত পরিচালিত ও খাদ্য সামগ্রী বিতরন।

মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর বেকড়া ইউনিয়নে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কর্মহীন হয়ে পড়া দিনমজুর নারী পুরুষদের মাঝে চাল, ডাল, আলু সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার ০৮ এপ্রিল ২০২০, দপ্তিয়র ইউনিয়ন পরিষদে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মহীন জনগণকে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময়ে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি)ইউপি চেয়ারম্যান, সচিব, মেম্বারগণ, এমপি মহোদয়ের প্রতিনিধি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা আনসার কমান্ড্যান্ট, গ্রাম পুলিশ সহ সাংবাদিকবৃন্দ। জনাব তারিন মসরুর আরও জানান, ভাদ্রা ও ধুবড়িয়ায় দোকানের সামনে ৫/৬ জন লোকের জটলা থাকায় নূন্যতম সামাজিক দূরত্ব নিশ্চিত করতে না পারার কারণে দুই দোকানিকে "দন্ডবিধি ১৮৬০" ২৬৯ ধারায় জরিমানা করা হয়।
অপরদিকে উপজেলার বেকড়া ইউনিয়নের ৩০০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরন কাজের উদ্বোধন করেন বেকড়া ইউপি চেয়ারম্যান মোঃ শওকত হোসেন।
এ সময় শওকত হোসেন বলেন, দেশের এই ক্লান্তিলগ্নে মেহনতি মানুষের মাঝে থাকতে হবে। করোনা ভাইরাসের সময় দেশে মানুষ গৃহবন্ধী জীবন যাপন করছে। তাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে। আল্লাহ যেন সবাইকে এ মহামারী করোনা থেকে রক্ষা করে, সে দোয়া করতে হবে। মানুষ যেন সরকারের ঘোষণা মান্য করে আপাতত নিজ নিজ বাড়ি, বাসায় অবস্থান করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, বেকড়া ইউপি সদস্যবৃন্দ ও গনমাধ্যমকর্মী সহ অন্যান্য ব্যক্তিবর্গ।