করোনাভাইরাস ত্রাণ ও চাল আত্মসাতের অভিযোগ

রাজৈর থানা প্রতিনিধি
মোহাম্মদ রিয়াজ।
বাংলাদেশে করোনায়, মাদারীপুর রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়ন এর চেয়ারম্যান সিরাজুল ইসলামের উপর সরকারের গম ও চাল আত্মসাৎ ও বিক্রি করার অভিযোগ উঠেছে।
বাংলাদেশের COVI-19 করোনার এই দুর্যোগে মাদারীপুর রাজৈর উপজেলার বাজিতপুর ও অন্যান্য জেলায় সরকার গম ও চাল দিয়ে সাহায্য করছে। কিন্তু মাদারীপুর রাজৈর উপজেলার ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম তার ক্ষমতার জোরে সরকারের এই সাহায্য নিজে আত্মসাৎ করে বিক্রি করে দিচ্ছে। এই দুর্নীতির সাক্ষী ইউনিয়নের মেম্বার শাহাদাত জমাদ্দার (ওয়ার্ড নং 7)ও মেম্বার সরস্বতী বরাই ( ওয়াড নং ৮) তাদের তিন মাসের এই সরকারি সাহায্য ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম আত্মসাৎ করেছে।
তারা কোন প্রকার সরকার থেকে সাহায্য পাই নি। ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের দুর্নীতি বাজিতপুর ইউনিয়নের সকল অধিকার ও সুবিধা থেকে জনগনকে বঞ্চিত করছে। এছাড়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের ওপর প্রকাশ্যে খুন করার অভিযোগ রয়েছে। তা উপজেলা থানা ও রাজৈর জনগণর সাক্ষী।
অতএব বাজিতপুরের জনগণের স্বার্থে “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার” কাছে বাজিতপুর ইউনিয়ন এর জনগণের অভিযোগ এই সন্ত্রাস ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামকে জনগণের সরকারি সাহায্য আাত্যশাত করার জন্য প্রাপ্ত শাস্তি দেওয়া হোক এই দাবিই করেছেন বাজিতপুর ইউনিয়ন বাসী।