বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হলেন আব্দুল্লাহ আল আজাদ দুলাল

 প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ১০:০১ অপরাহ্ন   |   জেলার খবর


জাহিদ হাসান নাটোর প্রতিনিধি, 

আসন্ন ২৯শে ডিসেম্বর নাটোরের বড়াইগ্রামে মাঝগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল্লাহ আল আজাদ দুলাল।

রবিবার রাতে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত দিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।ইতিমধ্যে তাঁর মনোনয়ন নিশ্চিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ঊষ্ম অভিনন্দন জানিয়েছেন।সাধারণ নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে বাধ ভাঙ্গা উচ্ছ্বাস।এ বিষয়ে আব্দুল্লাহ আল আজাদ দুলাল জানান-বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে মাঝগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে আমি খুবই আনন্দিত।আসন্ন নির্বাচনে আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের উন্নয়নের কান্ডারী, সফল ও বিশ্ব বরণ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবো। তিনি আরো বলেন, এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাতের  উন্নয়ন করতে চান। এছাড়াও মাদক, বাল্য বিবাহরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে চান তিনি।অভিষ্ট লক্ষ্যে যাতে তিনি পৌছাতে পারেন সেজন্য মাঝগাঁও ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা,  দোয়া ও সমর্থন কামনা করেছেন।

জেলার খবর এর আরও খবর: