কাঞ্চন মিয়া মাদারীপুর জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত

 প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২৩, ১০:৩৫ অপরাহ্ন   |   জেলার খবর


নিজস্ব প্রতিনিধিঃ শেখ লিয়াকত আহমেদ।

মাদারীপুরের জেলার মধ্যে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন  কালকিনি থানার এসআই মোঃ কাঞ্চন মিয়া।

আইন শৃঙ্খলার বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে মাদারীপুর জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের মাসিক অপরাধ সভায় কালকিনি থানার এসআই কাঞ্চন মিয়াকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

মাদারীপুর পুলিশ সুপার বিপিএম (বার) পিপিএম মো. মাসুদ আলম তাকে তার কাজের স্বীকৃতি এই সম্মাননা তুলে দেন।

মাদারীপুর জেলা পুলিশ সূত্রে জানায়, কালকিনি থানা  এলাকায় ২০২৩ইং সালে ডিসেম্বর মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, দাগী আসামিদের গ্রেফতার ও ক্লুলেস গুরুত্বপূর্ণ মামলার তথ্য উদ্ঘাটনে অনবদ্য অবদান রাখায় তাকে এই পদে ভূষিত করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আলাউল হাসান ,  কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ প্রসঙ্গে কথা হলে কালকিনি থানার এসআই মোঃ কাঞ্চন মিয়া বলেন, পুরস্কার পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে জনগণকে আমি কি ধরনের সেবা দিতে পেরেছি। কালকিনি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতার জন্য তিনি সবার কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

জেলার খবর এর আরও খবর: