যশোরে বেনাপোল পৌরসভার দীর্ঘ ১০ মাস দায়িত্ব পালন শেষে প্রশাসককে বিদায় সংবর্ধনা
মনা,নিজস্ব প্রতিনিধিঃ
দীর্ঘ ১০ মাস দায়িত্ব পালন শেষে বেনাপোল পৌরসভার প্রশাসক জনাব নারায়ন চন্দ্র পাল এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৩ (ফেব্রুয়ারি) বিকালে বেনাপোল পৌরসভার সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে বেনাপোল পৌরসভা।
এ সময় পৌরসভার নতুন প্রশাসক হিসাবে দায়িত্ব ভার গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম।
এর আগে গত (২৭ এপ্রিল) ২০২২ বুধবার মেয়র আশরাফুল আলম লিটন সহ পৌর পরিষদ বিলুপ্ত ঘোষণা করে প্রশাসক পদে উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালকে নিয়োগ প্রদান করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখা প্রজ্ঞাপন জারি করে।
বেনাপোল পৌরসভার নতুন প্রশাসক হিসাবে দায়িত্ব ভার গ্রহণ কালে (ভূমি) ফারজানা ইসলাম ও বিদায়ী প্রশাসক নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল একে অপরের সাথে ফুলেল শুভেচছা বিনিময় করেন। এবং নতুন প্রশাসক হিসাবে যথাযথ ভাবে দায়িত্ব পালনের বিষয়ে বেনাপোল পৌরসভার সদ্য বিদায়ী প্রশাসক জনাব নারায়ন চন্দ্র পাল সহকারী কমিশনার ভূমি ফারজানা ইসলামকে পৌরসভার দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বিশ্বাস, বেনাপোল পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি ও অত্র পৌরসভার হিসাব রক্ষক রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, পৌর নির্বাহী প্রকৌশলী মোশারফ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।