রাণীশংকৈলে কৃষি উপকরণে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালতে ৪ দোকানকে অর্থদণ্ড
ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু,
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষি উপকরণ বিক্রয়ে অনিয়মের অভিযোগে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে ভেজাল বালাইনাশক বিক্রি ও অবৈধভাবে সার মজুদের দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শখের টাউন ও নেকমরদ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শখের টাউন বাজারে ভেজাল বালাইনাশক বিক্রির দায়ে মেসার্স মেহেদী ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নেকমরদ বাজারে অনুমোদনহীনভাবে সার মজুদ করার অপরাধে মঞ্জু ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং আঁখি ট্রেডার্স ও লাকী ট্রেডার্সকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযান চলাকালে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান জানান, কৃষকদের ক্ষতির সঙ্গে জড়িত যেকোনো অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
