দৌলতপুরে - জাতীয় সমাজসেবা দিবস /২০২৬ ইং পালন
রবিউল আলম, দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ৩ রা জানুয়ারি রোজ শনিবার জাতীয় সমাজসেবা দিবস /২০২৬ইং পালিত হল।জাতীয় সমাজসেবা দিবসে আলোচনা সভার মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার, জনাব নাহিয়ান নুরেন।
আজকের সমাজসেবা দিবসের প্রতিপাদ্য বিষয় হলো "প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়"।
মূলত সমাজসেবা দিবস ২ রা জানুয়ারি/২৬ ইং নির্ধারিত থাকলেও গতকাল জাতীয় শোক দিবস ও শুক্রবার হওয়ায় আজ ৩ রা জানুয়ারী দিবসটি পালিত হয়।
আলোচনায় অংশ নিয়ে, মো: শাহিন আলম, উপজেলা সমাজসেবা অফিসার, সমাজসেবার বিভিন্ন কার্যক্রম বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, ও বিভিন্ন চিকিৎসা ভাতা সহ বিভিন্ন ভাতা প্রদানের তথ্য তুলে ধরেন। আলোচনায় আরও অংশ নেন- পরিবার পরিকল্পনা অফিসার মো: রুবেল মিয়া, দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, সহ, বিভিন্ন সংস্থা /সমিতির প্রতিনিধিগনের মধ্যে জহির মাহমুদ, মোঃ রবিউল আলম,রুহুল আমিন,,নুরুল ইসলাম প্রমুখ। তাছাড়াও উপস্থিত ছিলেন -তৃণমূলের সমাজসেবা অফিসের সুবিধাভোগী গন। আলোচনা সভা সঞ্চালন করেন মো: মাসুদুর রহমান সজীব, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার.,দৌলতপুর, মানিকগঞ্জ।
