ঠাকুরগাঁওয়ে মনোনয়ন যাচাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত: ফখরুলসহ বেশিরভাগ প্রার্থীর মনোনয়ন অনুমোদিত

 প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন   |   জেলার খবর




ঠাকুরগাঁও প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে কেন্দ্র করে ঠাকুরগাঁও জেলায় সংসদীয় আসনভিত্তিক প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। শনিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।


মনোনয়ন যাচাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানা সংশ্লিষ্ট আসনগুলোর প্রার্থীদের কাগজপত্র পর্যালোচনা করে বৈধ, স্থগিত ও বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করেন।


যাচাই-বাছাইয়ে ঠাকুরগাঁও–১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রে কোনো ত্রুটি না থাকায় সেটি বৈধ হিসেবে অনুমোদন দেওয়া হয়। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলোয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদিমুল ইসলামের মনোনয়নপত্রও সঠিক থাকায় গ্রহণযোগ্য ঘোষণা করা হয়েছে।


ঠাকুরগাঁও–২ আসনে জমা পড়া মোট ৮টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই শেষে ৬টি বৈধ বলে বিবেচিত হয়। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রেজাউল করিম ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী সাহাবউদ্দিন আহাম্মেদের মনোনয়নপত্রে কিছু সংশোধনযোগ্য ঘাটতি থাকায় সেগুলো সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।


অন্যদিকে ঠাকুরগাঁও–৩ আসনে ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। যাচাই শেষে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিনের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় সেটি স্থগিত করা হয়েছে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী আশা মনির মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।


জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব মনোনয়নপত্র সংশোধনের জন্য স্থগিত রাখা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করলে সেগুলোর বিষয়ে পুনরায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

জেলার খবর এর আরও খবর: