কনস্টেবল থেকে এএসআই পদে উত্তীর্ণ মানিকগঞ্জের উজ্জ্বল ভূঁইয়া
রাজু হোসেন নিজস্ব প্রতিবেদক
নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফল হিসেবে বাংলাদেশ পুলিশের এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) পদে পদোন্নতি পেয়েছেন মানিকগঞ্জের কৃতি সন্তান মোঃ উজ্জ্বল ভূঁইয়া। পদোন্নতি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে তিনি এই সাফল্য অর্জন করেন। বর্তমানে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) নতুন কর্মস্থলে যোগদান করতে যাচ্ছেন।
জানা যায়, মোঃ উজ্জ্বল ভূঁইয়া মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকেই তিনি অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন। কর্মজীবনে তিনি ইতিপূর্বে মুন্সিগঞ্জ ও টাঙ্গাইল জেলায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
সেখানে কর্মরত থাকাকালীন পেশাদারিত্ব, সাহসিকতা এবং জননিরাপত্তায় বিশেষ অবদান রাখার জন্য তিনি একাধিকবার শ্রেষ্ঠ পুলিশ সদস্য হিসেবে পুরস্কৃত হয়েছেন। তার এই ধারাবাহিক সাফল্য ও কাজের প্রতি একাগ্রতা তাকে পদোন্নতির দৌড়ে এগিয়ে রেখেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাইর উপজেলার এই মেধাবী সন্তানের সাফল্যে তার পরিবার এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে তাকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন।
এএসআই উজ্জ্বল ভূঁইয়া জানান, দেশ ও জাতির সেবায় নিজেকে বিলিয়ে দেওয়াই তার মূল লক্ষ্য। নতুন কর্মস্থল গাজীপুর মেট্রোপলিটন পুলিশে যোগ দিয়ে তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আরও জোরালো ভূমিকা রাখতে চান।
