কুটনৈতিক বিচক্ষণতা...করোনা ভাইরাসের উৎপত্তি স্থল চীন থেকে,

 প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০৯:৪৬ অপরাহ্ন   |   অর্থ ও বাণিজ্য



রিপোর্টার, রিমা আক্তার, ইতালি 
করোনা ভাইরাসের উৎপত্তি স্থল চীন হওয়ার কারণে ইতালীতে চীনের নাগরিকদের প্রতি কি রকম একটি বাঁকা চোখে দেখা শুরু করেছে, করোনার আক্রমণের পর থেকে ইতালীতে চাইনিজ রেষ্টুরেন্ট,বার দোকানপাট সব কিছুকে ইতালীয়ান নাগরিকরা এড়িয়ে চলা শুরু করে দিয়েছে, কয়েকটি স্থানে চাইনিজ নাগরিদের উপর আক্রমণও হয়েছে, তাই চাইনিজরা ফেব্রুয়ারী মাস থেকেই তাদের ব্যবসা প্রতিষ্টান বন্ধ করে ঘরবন্দি হয়ে গেছে, যখন চীন সরকার ইতালীতে করোনা ভাইরাস বোকাবেলা করার জন্য মেডিকেল টীম পাঠিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল, সাথে সাথেই দৃশ্যপট পাল্টে গেল,

এখন ইতালীয়ান নাগরিকরা চীনের এই ভূমিকায় প্রশংসায় পঞ্চমূখ, এই ছবিটা দেখে আমিও হতবাক,  জানিনা এই কার্টুন কার ব্রেইন থেকে আসছে, খাদে পড়ে যাওয়া ইতালীকে রক্ষার জন্য  চীন দেশের ডাক্তার খুঠির ভূমিকা নিয়ে ইতালীকে জড়িয়ে আছে, আর পড়ে যেতে থাকা ইতালীকে ইতালীয়ান ডাক্তারেরা রক্ষার জন্য দেয়ালের ভূমিকায় অবস্থান নিল। এই কার্টুনটি এখন পুরো ইতালীতে ভাই ভাইরাল, আর ইতালীয়ানরা চাইনিজদের প্রশংসায় বিভূর। আপনি কি চিন্তা করতে পারেন ১৪ মার্চ অর্থাৎ আজ ১২.০০ টায় সকল ইতালীয়ান নাগরিকরা ঘরবন্দি জানালার পাশে এসে যারা ইতালীর এই দূর্যোগ পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে ধন্যবাদ বা কৃ্তজ্ঞতা জানানোর আহবান জানিয়েছে, ভাবা যায় চাইনিজরা কি রকম কুটনৈ্তিক বিচক্ষণতার পরিচয় দিয়েছে, সামান্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ইতালীয়ান জনগনের মন জয় করে নিল। চাইনিজদের জন্য ইতালীর জমিন আরো প্রসস্থ হয়ে গেল, তারা বুক ফুলিয়ে বলতে পারবে তোমাদের বিপদের সময় আমরাই হাত বাড়িয়ে দিয়েছি।
আর আমার বাংলাদের কম বেশী এক থেকে দেড়লক্ষ জনগণ ইতালীতে বসবাস করে,রেমটেন্স পাঠিয়ে আমার দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দেয়, আমার দেশ ইতালীর এই দুর্যোগ মুহুর্তে কি করল। হয়তোবা আমার বাংলাদেশের কুটনৈ্তিক দৃষ্টি এতদূর পর্যন্ত দেয়া সম্ভব না।
প্রিয় রেমিটেন্স যোদ্ধারা...আপনি কি ভাবতে পারেন যেইদিন আপনি প্রথম ইতালীতে পা রেখেছিলেন আপনি কি ছিলেন, আজ আপনাকে আমাকে হাই সোসাইটি মেন্টেইন করে চলার সুযোগ কে করে দিয়েছে, হ্যা...এতোদিন এই ইতালীর জন্য আপনার ভালবাসা দেখানোর কোন সুযোগ আপনি পাননি, এখন সুযোগ আসছে, আপনার প্রিয় ইতালীর জন্য আপনার ভালবাসা প্রকাশের সুযোগ আসছে, এই দূর্যোগ মূহুর্তে আপনি ব্যক্তিগতভাবে আপনার ভালবাসা প্রকাশ করুন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন, হয়তো একদিন বলতে পারবেন আপনার কলিগ বা ইতালীয়ান যে কাউকে এই দেশের দূর্যোগ মূহুর্তে আমিও সাথে ছিলাম। সহযোগিতা নেয়ার জন্য ইতালী আপনার কাছে হাত বাড়িয়েছে, Fondo mutuo Soccorso Comune di Milano নামে ফান্ড কালেকশানের জন্য একটি একাউন্ট খুলেছে। Iban no দেয়া আছে।
আমি আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রীসহ নীতি নির্ধারক যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলব; রাষ্ট্রীয়ভাবে এই দেশের জন্য কিছু একটা করুন, দেশ থেকে কোন বাজেট দিতে হবেনা, রাষ্ট্রীয়ভাবে একটি ফান্ডের আয়োজন করুন,আমরা ইতালীর রেমিটেন্স যোদ্ধারাই হাত বাড়িয়ে দেব। আমরা যাতে বলতে পারি তোমাদের  বিপদের সময় আমার বাংলাদেশ এগিয়ে এসেছে। আমরা আমাদের দেশটাকে এই দেশের কাছে অনেক অনেক বড় করে দেখাতে চাই।  আল্লহ তায়া’লার কাছে বিশ্বমাতবতার হেফাজতের জন্য আকুল আবেদন জানাচ্ছি...আমীন।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: