যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ক বিশেষ প্রতিবেদন-১ (লালমনিরহাট জেলা)

 প্রকাশ: ০২ জুন ২০২১, ০১:৩৩ পূর্বাহ্ন   |   অর্থ ও বাণিজ্য


(লালমনিরহাট জেলা)লিটন ইসলাম
ভ্রাম্যমাণ প্রতিনিধি

এএসকে(ASK) এর ওয়াই-মুভস প্রকল্পের সহযোগিতায় এবং ইয়েস বাংলাদেশ এর আয়োজন এ বাংলাদেশের ১০টি চিহ্নিত জেলা (লালমনিরহাট, রংপুর, নীলফামারী, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরিশাল, নওগাঁ, পঞ্চগড়) তে এনসিটিএফ(NCTF) প্রাক্তন সাংবাদিকরা মাঠ পরিদর্শন করেন । জেলাগুলো পরিদর্শন পরিদর্শনের উদ্দেশ্য ছিল, শিশু সুরক্ষা ও শিশু অধিকার পরিস্থিতি এবং এসআরএইচআর(SRHR) সম্পর্কিত বিষয়গুলির তদারকি করা । তারই ধারাবাহিকতায় লালমনিরহাট জেলা পরিদর্শন করেন লিটন ইসলাম, ৪(চার) দিনের বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে তুলে আনার চেষ্টা করা হয়, SRHR সম্পর্কে শিশু-কিশোরদের ধারণা, সেবা প্রদানকারী সংস্থা/কার্যালয়ের সেবাদন চিত্র।



(ক) ৩০-০৫-২১(রবিবার) লালমনিরহাট জেলা এনসিটিএফ মাসিক সভা: 
  এইদিনে ১১সদস্যের NCTF কমিটির সঙ্গে বসা হয়। তারা তাদের মাসিক সভা আয়োজন করেন, মাসিক সভায় তারা তাদের সুরক্ষা, অধিকার নিয়ে আলোচনা করেন, সভায় আগামী মাসের পরিকল্পনা করেন, সেই পরিকল্পনায় স্থান পায় সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন, পথে বসবাসরত শিশুদের নিয়ে কিছু করা, বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বাড়াতে উঠান বৈঠক করা। তাদের সভার শেষে কিছু ছোট প্রশ্নের মাধ্যমে এবং উত্তর হ্যাঁ/না এর মাধ্যমে এসআরএইচআর ও শিশু সুরক্ষা বিষয়ে জানতে চাওয়া হয়। SRHR সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা প্রায় সকলেই এই বিষয় সম্পর্কে কিছুই বলতে পারেনি তবে SRHR এর অর্থ 'যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার' বলা হলে তারা কথা বলতে শুরু করেন। তাদেরকে যখন প্রশ্ন করা হয় "আপনি কি যৌন-প্রজননস্বাস্থ্য সম্পর্কে জানেন?' তাদের মধ্যে সাতজন কিছু না বললেও না তিনজন উত্তর দেয়। এরপর যখন বলা হয় 'যৌন প্রজনন তন্ত্রের কোন সমস্যায় সম্মুখীন হলে তারা কার কাছে সহযোগিতা চায় বা বলেন?' তারা বলেন মা, বড়বোন, খালামণি, কাছের বন্ধু। আবার কেউ কেউ বলেন তারা এবিষয়ে কথা বলতে লজ্জা পায় তাই কারো সঙ্গে আলোচনা করে না। তবে বেশিরভাগ উত্তর ছিল বন্ধু এবং মা। 'যৌন প্রজনন তন্ত্র সম্পর্কিত কোন সমস্যার সম্মুখীন হলে তারা কোথায় সেবা পেতে পারেন আপনি জানেন?' এমন প্রশ্ন করলে তাদের মধ্যে চারজন সন্তোষজনক উত্তর দিতে পারে। 'আপনি এইধরনের সমস্যার সম্মুখীন হলে স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে সেবা গ্রহনের জন্য যায় কিনা প্রশ্ন করা হলে অনেকেই যায় না বলে জানান।এরপর জেলা ওউপজেলা শিশু সুরক্ষা কমিটি সম্পর্কে তাদের জানানো হলে তারা NCTF থেকে ওই সভায় প্রতিনিধিত্ব করার প্রবল আগ্রহ প্রকাশ করে, তারা আরো বলেন শিশুদের নিয়ে শিশুরাই কথা বলার সুযোগ গ্রহণ করা দরকার।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: